আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পেলেন কথাসাহিত্যিক মনিরা কায়েস

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৫
কথাসাহিত্যিক মনিরা কায়েস ও কবি আবু হাসান শাহরিয়ার। ছবি: ফেসবুক

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ‘আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য’ পুরস্কার পেলেন কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মনিরা কায়েস। তিনি তার লেখা গল্পের বই ‘অন্ধ কুলঙ্গির টীকাভাষ্য’-র জন্য এ পুরস্কারে মনোনীত হয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন শিগগিরই ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে নগদ ১ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেবেন দেশের গুণীজনবৃন্দ। সর্বশেষ ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি ৬ষ্ঠ বারের মতো এ পুরস্কার প্রদান করা হয়েছিল। অনিবার্য কারণে পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত থাকার পর পুনরায় চালু করা হয়েছে।

বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন আহমেদ জাভেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহিত্যচর্চার এই গৌরবময় ঐতিহ্যকে অব্যাহত রাখতে, বাঙলার পাঠশালা ফাউন্ডেশন নতুনভাবে জুরি বোর্ড বা বিচারকমণ্ডলী গঠন করেন- যারা ২০১৭-২০২৪ সালের জন্য ৭ম আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কারের চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছেন।

বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন অধ্যাপক সনৎকুমার সাহা। তার নেতৃত্বে ৭ সদস্যের কমিটিতে অন্য সদস্যরা হলেন: কথাসাহিত্যিক মামুন হুসাইন, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, খালিকুজ্জামান ইলিয়াস এবং আহমেদ জাভেদ চৌধুরী।

বিচারকমণ্ডলী সর্বসম্মতভাবে কথাসাহিত্যিক মনিরা কায়েসকে ৭ম বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার (২০১৭-২০২৪)-এর বিজয়ী হিসেবে নির্বাচিত করেছেন। তার অনবদ্য সৃষ্টি ‘অন্ধ কুলঙ্গির টীকাভাষ্য’ (প্রকাশক: নাগরী, বারুতখানা, সিলেট-৩১০০, বাংলাদেশ; প্রকাশকাল: ফেব্রুয়ারি-২০১৮) বইটির জন্য তিনি এই পুরস্কার অর্জন করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০টি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- মাটিপুরাণ পালা (রামন পাবলিশার্স, ১৯৯৯), জলডাঙার বায়োস্কোপ (দিব্য প্রকাশ, ২০০১), ধুলোমাটির জন্মসূত্র (সাহিত্য বিকাশ, ২০০৪) এবং কথামনুষ্যপুরাণ (সাহিত্য বিকাশ, ২০০৭)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা
বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল 
তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫
খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল
সেতু কর্তৃপক্ষের ‘উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ শুরু
মেহেরপুর সীমান্তে মার্কিন ডলারসহ আটক ১ 
উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজে দু’টি বাংলাদেশের
খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
১০