পটুয়াখালী, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলার ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ জেলেরা হলেন,মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে একটি লাল রঙের ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস, জানান, ‘আমার ভাইসহ আরও চারজন জেলে সমুদ্রে গিয়েছিল মাছ ধরতে। সাধারণত তারা দুই দিন পরপর ফিরে আসে। কিন্তু এখন ৭ দিন হয়ে গেলেও কোনো খোঁজ নেই। এখন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। আমরা ধারণা করছি, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে তাদের নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।’
স্থানীয় জেলে নেতা জানিয়েছেন, নিখোঁজের ঘটনায় নতুনপাড়া ও আশপাশের এলাকায় এখন শোক আর আতঙ্ক বিরাজ করছে। পরিবারের সদস্যরা চোখের পানি ধরে রাখতে পারছেন না।
স্থানীয় মহাজন সগীর বুড়া জানান , ‘ওই নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ ছিল। এখনো তাদের কোনো খোঁজ নেই। পরিবারগুলোর অবস্থা খুবই করুণ।’
স্থানীয় জেলেরা জানান, নিখোঁজ জেলেদের খোঁজে আশপাশের নৌকাগুলোকে তল্লাশিতে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি ইতোমধ্যে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে আসলেই উদ্ধার অভিযান শুরু করা হবে
কুয়াকাটা নৌ পুলিশের ইন্সেপেক্টর বিকাশ মণ্ডল জানান, ‘নিখোঁজ জেলেদের সন্ধানে আমরা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ ঘটনায় উপকূলের জেলে পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন।