কুমিল্লার লাকসামে পৃথক অগ্নিকাণ্ডে বসতঘরসহ গরু পুড়ে গেছে 

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:২৫ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৭:৫৯
লাকসামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতঘর। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৫ মাচর্ ২০২৫ (বাসস) : জেলার লাকসামে  পৃথক অগ্নিকাণ্ডে  বসতঘর সহ গরু পুড়ে  গেছে। 

গতকাল মঙ্গলবার রাতে লাকসাম পৌরসভা এলাকার উত্তর লাকসাম ও উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লাকসাম উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ জানান, গতকাল রাত ১১ টায় দিকে   বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে কোয়ার গ্রামের প্রবাসী হোসেন মিয়ার বাড়ীতে। এ সময় অগ্নিকাণ্ডে তার বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর আগুনে পুড়ে যায়। এতে তার বসতঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এছাড়া গোয়াল ঘরে থাকা তার পাঁচটি টি গরুর মধ্যে দুটি আগুনে পুড়ে মারা যায় ও দুটি গরুর অবস্থা আশংকা জনক।

অপরদিকে উত্তর লাকসাম এলাকায় একই সময়ে কৃষক জগদীশ রবি দাসের বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর, রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

লাকসাম দৌলতগঞ্জ বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার আনোয়ার হোসেন জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা দেই। আমাদের দুটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে বুধবার সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লাকসাম উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা কর্মকর্তার কার্য্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। দ্রুত তাদের সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০