আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৮:০৩

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাকমিয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, আজ বৃহস্পতিবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে। 

তিনি বলেন, মো. লাক মিয়া তার নামে ৪৯ টি ব্যাংক হিসাবে ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকা লেনদেন করেছেন। তিনি তার নামে হিসাবসমূহে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

উল্লিখিত লেনদেনসমূহ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে প্রতীয়মান হয়। অর্থাৎ তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ তার নামে হিসাবসমূহে লেনদেন করেছেন। 

তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়। ফলে তিনি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহারে বলা হয়, লাক মিয়ার বিরুদ্ধে ৫৫ কোটি ২৩ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে। 

অন্যদিকে, দ্বিতীয় মামলায় লাক মিয়ার স্ত্রী মাহমুদা বেগম ও লাক মিয়াকে আসামি করা হয়েছে। এই মামলায় মাহমুদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৯৭ টাকা মূল্যের সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, মো. লাক মিয়া অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে বর্ণিত এই সম্পদ অর্জনে সহযোগিতা করেছে। এছাড়া তার নামে ১৪ টি ব্যাংক হিসাবে ৪৬১ কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন
বাণিজ্য অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ায় ওয়াল স্ট্রিটের শেয়ারে পতন 
গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাছুর ও ওষুধ বিতরণ
১০