আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৮:০৩

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাকমিয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, আজ বৃহস্পতিবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে। 

তিনি বলেন, মো. লাক মিয়া তার নামে ৪৯ টি ব্যাংক হিসাবে ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকা লেনদেন করেছেন। তিনি তার নামে হিসাবসমূহে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

উল্লিখিত লেনদেনসমূহ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে প্রতীয়মান হয়। অর্থাৎ তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ তার নামে হিসাবসমূহে লেনদেন করেছেন। 

তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়। ফলে তিনি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহারে বলা হয়, লাক মিয়ার বিরুদ্ধে ৫৫ কোটি ২৩ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে। 

অন্যদিকে, দ্বিতীয় মামলায় লাক মিয়ার স্ত্রী মাহমুদা বেগম ও লাক মিয়াকে আসামি করা হয়েছে। এই মামলায় মাহমুদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৯৭ টাকা মূল্যের সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, মো. লাক মিয়া অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে বর্ণিত এই সম্পদ অর্জনে সহযোগিতা করেছে। এছাড়া তার নামে ১৪ টি ব্যাংক হিসাবে ৪৬১ কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০