চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৩৩ নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৮:০৬

চট্টগ্রাম, ৬ মার্চ, ২০২৫ (বাসস): নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও তাদের সহযোগী হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের আরও ৩৩জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ১২ ও ১৩ বছর বয়সী দুই শিশু। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সিএমপি’র জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়- মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন- মো. সাকিব (১২), রাকিব (১৩), মো. হাসান মুরাদ (৪২), উমর ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), সাজ্জাদ হোসেন রিফাত (২৫), গোলজার হোসেন (৫৮), আনোয়ার হোসেন (৪৫), আবদুল আজিজ (৪৭), মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খাঁন (২০), শাহিন কবির (২৭), বেলাল হোসেন (৪০), ইব্রাহিম (৩৪), সোহাগ (৩৮), মো. নয়ন (১৯), জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), রাব্বি (১৯), আবুল কাশেম (৪০), রবিউল হাসান, মো. আজাদ (২২), রাজু (৩০), বাবলু (৩২), নুরুল আবছার (৪৪), বিক্রম মিত্র (৪৫), জানে আলম (৩৮), বিশ্বজিৎ নাথ (৫৩), সুমন (৩২), ফয়সাল (৩৪) ও মো. আরমান (৩৫)। 

সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৩জনকে গ্রেফতার করা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্যামলীতে চাপাতি-বাইকসহ তিনজন গ্রেফতার
পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : খেলাফত মজলিস
গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে কারফিউ আগামীকাল সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে
সিভাসুতে ‘সুরিমি পণ্য’র প্রদর্শনী
পরিবর্তনকে ত্বরান্বিত করার সুযোগ তৈরি করেছে এডিবির নতুন অপারেটিং মডেল : স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন
প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ
মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ ডাকাত কারাগারে
হরিনের মাংসসহ দুই পাচারকারী আটক
১০