নারী ও শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: সাদা দল

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২৩:৪২

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস): দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা বলেছেন, নারী ও শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতি এ মন্তব্য করা হয়৷

বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, সম্প্রতি দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নৈতিক অবক্ষয়ের কারণেই সমাজে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, ছিনতাই, গুম, এসিড সন্ত্রাস বেড়ে যাচ্ছে। গত ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটি মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

বিবৃতিতে আরও বলা হয়, একইদিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ‘ওড়না ঠিক নেই’ বলে নাজেহাল এবং হেনস্থা করা হয়েছে। এছাড়া ৯ মার্চ রাতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে চার মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার নাম করে পানগাঁও ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে কয়েকজন কুলাঙ্গার পালাক্রমে ধর্ষণ করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এসব ঘটনায় প্রমাণিত হয় দেশে নারী ধর্ষণ ও সহিংসতা বেড়ে গেছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশবাসীর ন্যায় আমরাও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। মাগুরার আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ রকম ধর্ষক নামের নিকৃষ্টদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সাদা দলের নেতৃদ্বয় বিবৃতিতে আরও বলেন, মাগুরার মেয়ে শিশুর ধর্ষকদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশে নারী ও কন্যা শিশু ধর্ষণ এবং হত্যা বন্ধের ব্যাপারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে এসব বিষয়ে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১৫৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি রাশিয়ার
মুক্ত হয়ে দেশে ফিরেছেন ভেনেজুয়েলায় আটক সাবেক মার্কিন সেনাসদস্য: হোয়াইট হাউস
আদালতের আদেশ সত্ত্বেও অভিবাসীদের দক্ষিণ সুদানে নির্বাসিত করছে আমেরিকা
দূষণের প্রভাব জানতে আর্কটিকে মেরু ভাল্লুকের চর্বি নিয়ে গবেষণা 
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
২১৮ টি মাদ্রাসায় গ্রন্থাগারিক পদে নিয়োগে আইনি বাধা নেই
ইইউ সাথে নতুন অংশীদারিত্ব চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য 
পাপুয়া নিউ গিনি উপকূলে ৬.৬ মাত্রার ভূমিকম্প: ইউএসজিএস
খার্তুম রাজ্য 'সম্পূর্ণরূপে আধাসামরিক বাহিনী মুক্ত' : সেনাবাহিনী
চাল সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জন্য জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ
১০