প্রবাসে ভোট দেওয়ার সুযোগসহ ৯ দাবি এনআরবি রাইটস মুভমেন্টের

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:২৬

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস): রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখলেও ভোট দিতে পারেন না বলে বিদেশেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ প্রবাসীরা তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও বিদেশে নতুন শ্রম বাজার সৃষ্টির লক্ষ্যে নয় দফা প্রস্তাবনা দিয়েছে এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশ) রাইটস মুভমেন্ট।

আজ (১৭ মার্চ) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটির ‘সাগর-রুনি মিলনায়তন’ এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষ থেকে এ দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান।

যুক্তরাজ্যের বাংলাদেশি সংগঠন ‘এনআরবি রাইটস মুভমেন্ট, ম্যানচেস্টার’ আজ ‘প্রবাসীদের সমস্যা সমাধান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রম বাজার তৈরিতে করণীয়’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে বক্তব্যে ব্যারিস্টার মিজানুর রহমান বলেন, আমরা যারা ‘নন রেসিডেন্ট বাংলাদেশ’ আছি তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ নেই। প্রবাসে বসে ভোট দেয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও সেটির কোন সুফল আমরা পাইনি। অথচ ভোট প্রদান আমাদের মৌলিক অধিকার।

এ সময় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় নয় দফা দাবি তুলে ধরেন তিনি। এই দাবিতে বলা হয়, প্রবাসে থেকে ভোট দেয়ার সুযোগের পাশাপাশি প্রবাসীদের যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরও সংসদ সদস্য (প্রার্থী) হওয়ার সুযোগ দিতে হবে।

প্রবাসীদের সাথে সাথে তাদের সন্তানদের অনেকসময় পৈত্রিক সম্পত্তিসংক্রান্ত কাজে বাংলাদেশে আসলে তাদের বিড়ম্বনা পোহাতে হয়, এসব বিড়ম্বনা নিরসনে প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।

বিদেশে নতুন শ্রম বাজার সৃষ্টি করে কর্মসংস্থান বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, এয়ারপোর্টে হয়রানি বন্ধ, প্রবাসীদের সন্তানদের জন্য পৃথক লাউঞ্জ, দেশের বিভিন্ন হাসপাতালে প্রবাসীদের প্রয়োজন অনুযায়ী জরুরী ও অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

সেইসঙ্গে, প্রবাসে থাকার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন মানুষকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার জোর দাবি জানিয়ে সংগঠনটির চেয়ারম্যান বলেন, প্রবাসে থেকে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আমরা হই সেটা আরেকজন প্রবাসীই বুঝতে পারবেন। তাই এরকম কাউকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলে তিনি মন থেকে আমাদের কষ্টগুলো অনুধাবন করে সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারবেন বলে আমাদের ধারণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০