ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:৪৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস): ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ-এর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে, এবং এই পথে অগ্রসর হয়ে ব্যাপকতর সংঘাত এড়ানো সম্ভব।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ল্যামি এদিনের বৈঠকের একদিন পর জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।

এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান বোমা হামলার মাঝে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না—তা বিবেচনা করছেন।

ব্রিটিশ দূতাবাসের এক বিবৃতিতে ল্যামি বলেন, 'মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনো অত্যন্ত বিপজ্জনক। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না।'

তিনি আরও বলেন, 'ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে, যাতে সংঘাত আরও গভীর না হয়। এখনো একটি কূটনৈতিক সমাধান অর্জনে আগামী দুই সপ্তাহের জন্য একটি ‘জানালা’ খোলা আছে।'

ল্যামি বলেন, 'আগামীকাল আমি জেনেভায় যাচ্ছি, যেখানে ফরাসি, জার্মান ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব। এখনই সময় এই ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটিয়ে এমন একটি আঞ্চলিক সংঘাত ঠেকানোর, যা কারোই মঙ্গল বয়ে আনবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১০