স্বাধীনতার ৫৩ বছর পরেও অর্থনৈতিক বৈষম্য, মেনে নেওয়া যায় না: এবি পার্টি

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ২১:১৪
আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত গণইফতার। ছবি: ফেসবুক

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস) : আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত গণইফতারে বক্তারা বলেছেন, আমাদের ধনী গরিবের মধ্যকার যে ফারাক সেটা গ্রহণযোগ্য নয়। এখানে অনেকে খাবার অপচয় করছে। আবার কেউ পরিত্যক্ত খাবার কুড়িয়ে খাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। স্বাধীনতার ৫৩ বছর পরেও এই ধরনের অর্থনৈতিক বৈষম্য মেনে নেওয়া যায় না। 

আজ রোববার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পার্টি কর্তৃক আয়োজিত চলমান গণইফতারের ২২তম দিনে এসব কথা বলেন তারা।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসেন্ট ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির। 

অনুষ্ঠানে কৃষি উদ্যেক্তা আবুল হোসেন মিলন, এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সী বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির বলেন, আমার বাংলাদেশ পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার রাজনীতি করছে। আজকেরই গণইফতারে উপস্থিত অনেক মানুষই ভাসমান হিসেবে পরিচিত। যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো সেখানে ভাসমান পরিচয়ে কারো থাকার কথা ছিলো না। এবি পার্টি আপনাদের পরিচয় ফিরিয়ে দিতে এবং ধনী গরীবের মধ্যকার ফারাক কমাতে লড়াই করছে।

সভাপতির বক্তব্যে পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারাই দেশ শাসন করেছে, প্রতিটি শাসকই বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা গোটা দেশকে ঢেলে সাজানোর সুযোগ পেয়েছি। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। 

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনও অধিকার নাই; এদেশের মানুষ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছর আমরা এক জালিমের শাসনে ছিলাম। কতো মানুষকে জালিম হাসিনা গুম-খুন করেছিলো, আয়নাঘরে রেখেছিলো তার হিসাব এখনো অজানা। বরং তিনিই বাংলাদেশ থেকে পালিয়ে এখন ভারতে বসে সাইকোপ্যাথের ন্যায় আচরণ করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
১০