সুনামগঞ্জে ৪১০০ ঈদের জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:৪৪
জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ। ছবি : বাসস

সুনামগঞ্জ,৩১ মার্চ ২০২৫(বাসস): জেলার সদর উপজেলাসহ ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার ৪১০০ স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত এসব ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়াও সুনামগঞ্জ শহরের ১৭ টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেন।

সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ সর্বস্তরের মুসল্লিরা। প্রধান ঈদের জামাতে ইমামতি করেন, সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান।

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সম্পাদক নূরুর রব চৌধুরী বাসসকে জানান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একসাথে প্রায় ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়াও কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্ববর্তী কেন্দ্রীয় মডেল মসজিদ প্রাঙ্গণে একই জামাতে মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাত শেষে জেলার শস্য ভান্ডার বোরো ধান ও জেলাবাসিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০