এসএসএফের সাবেক মহাপরিচালক মজিবুরের ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-জমি জব্দ

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৭:১৪ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৫
এসএসএফ’র সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (বরখাস্ত) মো. মজিবুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ৬ এপ্রিল  ২০২৫ (বাসস) :  স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব ব্যাংক হিসাবে ১ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার দুইশত টাকা জমা রয়েছে। এছাড়াও ঢাকা সিটিতে মজিবের নামে থাকা দুইটি ফ্ল্যাট, ভবনসহ একটি প্লট এবং ৪২ দশমিক ৩০ কাঠা জমি জব্দের আদেশ দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন। 

দুদকের  জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম  এ তথ্য জানান।

অবরুদ্ধ ব্যাংক হিসাবের মধ্যে মজিবুর রহমানের নামে ২৪টি এবং তার স্ত্রীর নামে ১০টি রয়েছে। জব্দ হওয়া সম্পদ সমূহের মধ্যে মজিবুর রহমানের নিজ নামে থাকা মিরপুরের মাটিকাটায় ৪ হাজার ৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, ক্যান্টনমেন্ট এলাকায় থাকা আরও একটি ফ্ল্যাট ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা একটি প্লটসহ ভবন রয়েছে। এছাড়াও খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ১১টি দলিলে থাকা ৪২ দশমিক ৩০ কাঠা জমি জব্দ করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, মজিবুর রহমানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। এ কারণে তার নিজ, স্ত্রী ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামীয় বিভিন্ন স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তাদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন
সাবেক এমপি ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
শেরপুরে কৃষকদের মধ্যে পাট বীজ ও সার বিতরণ
ইসরাইলি হামলায় গাজায় ১৯ জন নিহত : উদ্ধারকর্মী
রংপুর নগরীতে কাজে আসছে না ৩৪ লাখ টাকার ট্রাফিক সিগন্যাল বাতি
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর নয় বছরের মধ্যে সর্বোচ্চ: অ্যামনেস্টি
ইইউ’র শুল্ক প্রস্তাব ‘আমাদের জন্য খুবই খারাপ’ : ট্রাম্প
দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা
যুদ্ধকালীন আইন ব্যবহার করে বহিষ্কার নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহার সুপ্রিম কোর্টের
জামগ্রামের কাগজের ফুল তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন 
১০