হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সাবেক এমপি আজিজ কারাগারে

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২০:৪৭
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজ। ফাইল ছবি

সিরাজগঞ্জ, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস): হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্ররা। এ সময় সংসদ সদস্য আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। হামলায় সমন্বয়ক সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়। 

এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তাড়াশ থানায় মামলা করেন। এই মামলায় আব্দুল আজিজকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারক ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সাবেক এমপি আব্দুল আজিজকে আদালতে পাঠানো আবেদনে পুলিশ উল্লেখ করেছে, আব্দুল আজিজসহ আসামিরা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। অধিকতর তদন্তের স্বার্থে আব্দুল আজিজকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। 

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। 

গত মঙ্গলবার রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। আজ বুধবার হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০