খুলনা বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা সমাধান করা হবে: কেসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২১:১৬
ছবি : সংগৃহীত

খুলনা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক এবং খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার আজ শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক হল এবং ভারী বর্ষণের সময় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসের জলাবদ্ধতা সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে জমি অধিগ্রহণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে একাডেমিক উৎকর্ষতার সুনাম বজায় রেখেছে। 

কেসিসি সম্মেলন কক্ষে খুলনা সিভিল সোসাইটি আয়োজিত ‘আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে কীভাবে দেখতে চাই’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে এই মন্তব্য করেন কেসিসি প্রশাসক। 

কেসিসি প্রশাসক উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা কেবল বিশাল অবকাঠামোর মাধ্যমে নয় বরং এর শিক্ষার্থীদের অমূল্য অবদানের মাধ্যমে তৈরি হয়েছে যারা তাদের শিক্ষা শেষ করার পরে মর্যাদার সাথে জাতির সেবা করে আসছে। 

সেমিনারে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাস এবং খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাস।

খুলনা নাগরিক সমাজের সভাপতি এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আশিকুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। 

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি ধারণাপত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  বার্তা সংস্থা ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০