শহীদকন্যা লামিয়ার খুনিদের মৃত্যুদণ্ড চান সারজিস

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২২:৫৫
রোববার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনের শহীদ জসীমউদ্দীনের কন্যা লামিয়া আক্তারের নামাজে জানাজার আগে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম। ছবি: বাসস

পটুয়াখালী, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম বলেছেন, কিছু নর পিশাচের ছোবল থেকে আমরা আমাদের বোন লামিয়াকে রক্ষা করতে পারিনি। এটি বাংলাদেশের জন্য একটি শিক্ষা।

আজ রোববার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনের শহীদ জসীমউদ্দীনের কন্যা লামিয়া আক্তারের নামাজে জানাজার আগে  তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, আর কোনো বোনকে এভাবে যেন আমাদের আর না হারাতে হয়।  আর যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সেটিই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি। এই খুনিদের আগামী ৯০ দিনের ভেতর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই।

সারজিস বলেন, আমাদের বোন আছিয়া এবং লামিয়ার খুনিদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ওইসব খুনিদের শাস্তির ছবি ও ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। আমরা তা দেখতে চাই। তাহলে আগামীতে আমাদের এই বাংলাদেশে আর কোনো নরপিশাচ জন্ম নেবে না।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া (১৭) আত্মহত্যা করেছেন। শনিবার রাতে রাজধানীর শেখেরটেকে ভাড়া বাসায় তাকে গলায় ফাঁসরত ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত ১৮ই মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে লামিয়া নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। দুমকি থানা পুলিশ আসামি সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
১০