চীনের বিশেষায়িত হাসপাতাল বরিশালে স্থাপনের দাবি

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২৩:০০
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বাসস

ঢাকা,২৮ এপ্রিল ২০২৫ (বাসস) : চীন সরকারের সহযোগিতায় বাংলাদেশে স্থাপিত হতে যাওয়া তিনটি বিশেষায়িত হাসপাতালের একটি বরিশাল বিভাগে স্থাপনের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। একইসঙ্গে তারা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের মহাসড়ক ছয় লেন করার দাবিও জানান। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক এবং সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

দ্য বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, চেম্বার অব কমার্স বরিশালের পরিচালক হাফিজুর রহমান হীরা, পটুয়াখালী চেম্বারের পরিচালক দেওয়ান আব্দুর রহমান নিলু প্রমুখ।

সংবাদ সম্মেলনে দক্ষিণাঞ্চলের সার্বিক জীবনমান উন্নয়নে আরও বেশ কিছু দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ ও ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ, পটুয়াখালীর বগা নদী ও বাবুগঞ্জ-মুলাদী এবং পাথরঘাটা-বরগুনা সদর সেতু নির্মাণ, দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক মানের একটি ইপিজেড স্থাপন,  কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বরিশালে ভ্যাট কমিশনারেট অফিস, পূর্ণাঙ্গ আয়কর আপিল আদালত, বিস্ফোরক অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের বিভাগীয় অফিস স্থাপন, আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে পতিত জমিতে বছরে তিনটি ফসল উৎপাদনের ব্যবস্থা, কৃষকদের জন্য ৫০ হাজার থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ সুদে কৃষি ঋণ সুবিধা, বরগুনার কাকচিড়ার বড়ই তলায় নদী পারাপারের জন্য রো-রো ফেরি ব্যবস্থা, আমতলী-বরগুনা সেতু নির্মাণ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ : শ্রম উপদেষ্টা
ট্রাম্পের গভীর সমুদ্র খনন নির্দেশনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : ফ্রান্স
কাশ্মিরে ব্যাপক ধরপাকড়, ভারত-পাকিস্তান সম্পর্কে চরম অবনতি
কানাডায় ভোটগ্রহণ শুরু
মে মাসে তিন দিনের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের
জামায়াত আমিরের সঙ্গে চ্যাথাম হাউসের প্যাট্রিক শ্রোয়েডারের সৌজন্য সাক্ষাৎ
চীনের বিশেষায়িত হাসপাতাল বরিশালে স্থাপনের দাবি
প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল পুলিশ সপ্তাহ শুরু
দেশের মানুষ প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় : মির্জা ফখরুল 
১০