পরিবেশ দূষণকারী পরিবহন ও নিষিদ্ধ পলিথিন বাজারজাতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৪৬

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণকারী পরিবহন ও নিষিদ্ধ পলিথিন বাজারজাতের বিরুদ্ধে আজ ভ্রাম্যমাণ আদালত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণকারী পরিবহনের বিরুদ্ধে আগারগাঁও এবং শেরেবাংলা নগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ৬(১) ধারা অনুযায়ী আইনভঙ্গের দায়ে ছয়টি গাড়ির চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে সতর্কও করা হয়।

এছাড়া, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের দায়ে চারটি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। সাধারণ জনগণকেও সচেতন করা হয়। পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
পালাতে চেয়েছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো 
১০