পরিবেশ দূষণকারী পরিবহন ও নিষিদ্ধ পলিথিন বাজারজাতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৪৬

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণকারী পরিবহন ও নিষিদ্ধ পলিথিন বাজারজাতের বিরুদ্ধে আজ ভ্রাম্যমাণ আদালত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণকারী পরিবহনের বিরুদ্ধে আগারগাঁও এবং শেরেবাংলা নগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ৬(১) ধারা অনুযায়ী আইনভঙ্গের দায়ে ছয়টি গাড়ির চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে সতর্কও করা হয়।

এছাড়া, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের দায়ে চারটি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। সাধারণ জনগণকেও সচেতন করা হয়। পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৩৩৯ জন
প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি আনতে পারে না : ডা. শফিকুর রহমান
বাংলাদেশে প্রথমবারের মতো চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী
দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন বন্ধ করে দিয়েছে সরকার বিষয়টি সত্য নয় : বাংলাফ্যাক্ট
সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
সমৃদ্ধ প্রজন্ম তৈরিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান
স্বাধীন সাংবাদিকতা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি : কাদের গনি চৌধুরী
বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকাকে সবুজে আচ্ছাদিত করা হবে : ডিএনসিসি প্রশাসক 
১০