নতুন মামলায় আতিকুল ও মামুনসহ ৫ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৫:২২
সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফাইল ছবি

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আজ তাদেরকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ।

কদমতলী থানার এক মামলায় মামুন, আনিসুল, সালমানকে গ্রেফতার দেখানো হয়েছে। 

যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমান, যাত্রাবাড়ী থানার ছয় মামলায় আনিসুল, যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায় মামুন, বাড্ডা থানার এক মামলায় আতিকুল ও নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
১০