মহান মে দিবস উপলক্ষে ইফার উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩৯

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): মহান মে দিবস-২০২৫ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আগারগাঁও প্রধান কার্যালয় মিলনায়তনে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার’ শীর্ষক আলোচনা সভা, দোয়া  ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মুফাজ্জল হুসাইন খান। 

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সচিব  হাজেরা খাতুন, মুহাদ্দিস ড. ওয়ালীয়ূর রহমান খান, উপ-পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দার। 

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি এম এ বারী, সাধারণ সম্পাদক আব্দুল হক ও ইসলামিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারি পরিষদের সম্পাদক মো নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রকৃত অর্থে শ্রমিকের অধিকার ও মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো শ্রমিকরা নানা রকম অবহেলা ও উপেক্ষার শিকার হচ্ছে। মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ইসলাম যে শ্রমনীতি ঘোষণা করেছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে শ্রমিকের অধিকার ও মর্যাদা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
১০