বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ গ্রেফতার ৯

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৬:১৭

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাগেরহাটের সাবেক এমপি আমিরুল আলম মিলনসহ নয়জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাবেক ওয়ার্ড কমিশনার ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্যরা রয়েছেন। নগরীর বিভিন্ন স্থানে গতকাল ও আজ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন (৭০), পল্লবী থানা শাখা যুবলীগের সহ-সভাপতি কাজী মো. সারোয়ার জাহান মিঠু (৪২), যাত্রাবাড়ী ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. শফিকুল ইসলাম দিলু (৭২), শাহ-আলী থানা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন (৩৫), রমনা থানা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৪৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান (৭২), বংশাল থানা শাখা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. এমরান গোলদার (৪৫), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬২ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ অন্তু (৩৫) ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অরিত্র নন্দী (২৭)।

গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এ বছরেই দেখা করতে চান ট্রাম্প
‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ঢাকা ও মুন্সিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান
১০