‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’ চালু করছে চসিক 

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৫:৩৯

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত স্কুলসমূহের শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে চালু করা হচ্ছে ‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’।

আগামী বুধবার (২১ মে) কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।  ওই দিন (বুধবার) প্রাথমিকভাবে পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গুল এজার বেগম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ইমারাতুন্নেসা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন ও কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়- এই ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্ডের আওতায় আনা হবে। 

পরবর্তীতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে চসিক-এর অবশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।

চসিক- এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুদের স্বাস্থ্য ঠিক রাখা শুধু অভিভাবকদের দায়িত্ব নয়, বরং প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনেরও দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য নিবন্ধনের মাধ্যমে একটি স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। এই স্বাস্থ্য কার্ডের বিষয়টি প্রধান উপদেষ্টা মহোদয়কেও অবহিত করেছি। তিনি সিটি কর্পোরেশনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

স্টুডেন্ট’স হেলথ কার্ডটিতে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, পিতামাতার নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ প্রয়োজনীয় সব পরিচিতিমূলক তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি কার্ডে পাঁচ বছর বয়স থেকে ১৭ বছর বয়স পর্যন্ত মোট ১৪ বার স্বাস্থ্য পরীক্ষার রেকর্ড রাখার সুযোগ রাখা হয়েছে। প্রতিবার স্বাস্থ্য পরীক্ষায় শিক্ষার্থীর ওজন, উচ্চতা, দাঁতের অবস্থা, চোখ ও কান পরীক্ষার ফলাফল, ত্বক ও চুলের স্বাস্থ্য, রক্তচাপ ও হিমোগ্লোবিন লেভেল লিপিবদ্ধ করা হবে। 

কার্ডের একটি পৃথক অংশে রয়েছে টিকাদান রেকর্ড, যাতে জন্মের পর থেকে নিয়মিতভাবে গ্রহণযোগ্য টিকাগুলোর তালিকা উল্লেখ করা হয়েছে। যেমন বিসিজি, পোলিও, হেপাটাইটিস-বি, এমআর ও পেন্টাভ্যালেন্টসহ অন্যান্য অতিরিক্ত টিকা যেমন টায়ফয়েড, হেপাটাইটিস-এ ও ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি।

সভায় মেয়র আরও বলেন, এই কার্ডের মাধ্যমে প্রতিটি শিশুর স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিতভাবে মূল্যায়ন ও নজরদারি করা সম্ভব হবে। এতে করে আগাম রোগ শনাক্তকরণ ও সচেতনতা বাড়বে। 

এ উদ্যোগ শুধু চসিক নয়, দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি উদাহরণ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন- শিশু রোগ বিশেষজ্ঞ প্রণব কুমার চৌধুরী, চসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, বিভিন্ন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্লাব বিশ্বকাপে সিটির হয়ে ডি ব্রুইনার খেলার সম্ভবনা কম
প্রাক-মৌসুমে দক্ষিণ কোরিয়া সফরে যাবে টটেনহ্যাম
দিল্লির বড় হারের ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কখনও আপস নয়: নজরুল ইসলাম খান
৩৪তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল
গাজায় ৩০০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত
চট্টগ্রামে ৩টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার
ব্ল্যাক উইডো থেকে ব্লকবাস্টার রানী: স্কারলেট জোহানসনের পাঁচ রূপ
পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় এগিয়ে প্রো-ইইউ ওয়ারশ মেয়র, তবে কঠিন লড়াই সামনে
রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে ডিএমপির অভিযান
১০