৩৪তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৮:২৫ আপডেট: : ২০ মে ২০২৫, ১৫:৫৪
৩৪তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : আট বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র এডিসি মহিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপি’র তেজঁগাও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

সোমবার ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নব-নির্বাচিত সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এই কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের আইন-শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে।’

সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা বলেন, ‘বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোই আমাদের লক্ষ্য।’

নির্বাচিত অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান, সহ-সভাপতি পদে ডিএমপি’র গোয়েন্দা বিভাগের এডিসি মো. সুমন মিয়া, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপি’র এডিসি মো. সুমন রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

এছাড়া সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিএমপি’র এডিসি মহসীন আল মুরাদ। যুগ্ম-সম্পাদক পদে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, ডিএমপি’র এডিসি নাজমুল হাসান, জুয়েল ইমরান ও পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকী। সাংগঠনিক সম্পাদক পদে ডিএমপি’র এডিসি কাজী আবু সাইদ। কোষাধ্যক্ষ পদে ডিএমপির এডিসি মো. মাহমুদুল হাসান চৌধুরী ও দপ্তর সম্পাদক পদে ডিএমপি’র এডিসি মো. আমিনুল ইসলাম তরফদার।

অফিসার্স ক্লাব লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ৩৪ বিসিএস (পুলিশ) ব্যাচের কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। পরে ঐকমত্যের ভিত্তিতে উপরোক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। 

নির্বাচিতরা আগামী ৩ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। কমিটিতে সভাপতিত্ব করেন আবু সুফিয়ান, অতিরিক্ত এসপি, পুলিশ হেডকোয়ার্টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
১০