ঢাকা, ২০ মে, ২০২৫(বাসস): তারেক রহমানের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে চীনের ভিন্ন ঘটনার ছবি, যা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার।
ফ্যাক্ট চেক টিম জানায়, তারেক রহমানের ছবি বলে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে ছবিটি চীনের ভিন্ন একটি ঘটনার। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘প্রকৃতপক্ষে, ২০০২ সালে চীনের হেনান প্রদেশে কাই জিয়াংডং নামে এক যুবকের ওপর পুলিশের নির্যাতনের এই ছবিকে তারেক রহমানের বলে প্রচার করা হচ্ছে।’
রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।