ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেমরা থানায় দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে আজ সকাল ১১টায় গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, এক নারীকে মারধর করার অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী ওই নারী নোবেলকে আসামি করে ডেমরা থানায় মামলা দায়ের করে। সে প্রেক্ষিতে আজ মঙ্গলবার ডেমরার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে পুলিশ।