ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে। কেউ নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করলে বরদাশত করা হবে না।
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় কোনো ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।