দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. মঈন খান

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২২:২০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৪ (বাসস): বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, 'বাংলাদেশের স্বার্থে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে।'

আজ জাতীয় প্রেসক্লাবে ‘বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহিদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সবাই বাংলাদেশের মঙ্গল চাই। আমি বক্তব্যের শুরুতেই বলেছি ছাত্রসমাজকে সম্মান জানাই। তার মানে এই নয়। কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব না?। ছাত্রদের মূল দায়িত্ব লেখাপড়া। লেখাপড়া শিখে  তাদেরকে এই দেশের ভবিষ্যতে দায়িত্বভার গ্রহণ করতে হবে। অপ্রস্তুত হয়ে, যোগ্যতা না গ্রহণ করে তারা যদি এই দেশের দায়িত্বে যায় তাহলে দেশের ধ্বংস অনিবার্য।

জিয়াউর রহমানের কর্মময় জীবন তুলে ধরে মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতীয় প্রেসক্লাব তৈরি করে ছিলেন। যেটিকে সংবাদপত্রের স্বাধীনতার স্তম্ভ বলা হয়। স্বাধীন গণমাধ্যমের প্রবর্তক ছিলেন তিনি।  সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে সে দেশ গণতান্ত্রিক হতে পারে না। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী।

তিনি বলেন,  আপনারা দেখছেন, গত ১৬ বছর সংবাদপত্রের কী অবস্থা করেছিল আওয়ামী লীগ। বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, সে পরিবর্তনের মূল লক্ষ্য হতে হবে সংবাদপত্র। এটি না পারলে সব ব্যর্থ হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা
১০