চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা গিয়াস গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৭:১৭
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, ২৩ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীসহ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তাকে চট্টগ্রামের মিরসরাই থানায় করা একটি মামলায় গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। 

গ্রেফতার গিয়াস মিরসরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি মিরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছেলে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মাহাবুবুর রহমান রুহেলের কাছে হেরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে মিরসরাই থানার পুলিশ গিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে। 

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মিরসরাই থানায় পাঁচটি মামলা আছে। তাকে মিরসরাইয়ে নিয়ে আসা হচ্ছে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিহ্নিত মাদক কারবারিসহ ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
বগুড়ায় আওয়ামী লীগ নেতা সাবেরী আলম ছোটন গ্রেফতার
ক্ষমতায় গেলে বন্ধ ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি : নজরুল ইসলাম খান
ঢাকার চারপাশের ৪টি নদী দখলমুক্ত করা হচ্ছে : রিজওয়ানা হাসান
শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান
আরব আমিরাতে সর্বোচ্চ ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ
জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ছাত্রশিবিরের
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
১০