নরসিংদী, ২৩ মে, ২০২৫ (বাসস): বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে।
আজ শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন। শহীদ আরমান মোল্লার পরিবারের পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে বলেও তিনি জানান।
তিনি আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় আমরা বিএনপি পরিবারের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, শহীদ আরমান মোল্লা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। সে নিহত হওয়ার পর স্ত্রী নরসিংদীতে অবস্থান করছেন এবং তার এক সন্তান এতিমখানায় পড়ছেন।