প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়েছে বিজিবি  

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:২২

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী এলাকায় ২৫১ জন প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে। 

আজ সকালে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস অধীনস্থ দুরমুজখালি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ভেড়ারহাট বাজারে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন। 

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ভেড়ারহাট বাজার এলাকার আশেপাশের গ্রামের ৯০ জন পুরুষ, ১১০ জন মহিলা ও ৫১ জন শিশুসহ সর্বমোট ২৫১ জন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। 

এরই ধারাবাহিকতায় আজ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৫১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। 

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবির এধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল
কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার
১০