প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়েছে বিজিবি  

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:২২

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী এলাকায় ২৫১ জন প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে। 

আজ সকালে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস অধীনস্থ দুরমুজখালি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ভেড়ারহাট বাজারে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন। 

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ভেড়ারহাট বাজার এলাকার আশেপাশের গ্রামের ৯০ জন পুরুষ, ১১০ জন মহিলা ও ৫১ জন শিশুসহ সর্বমোট ২৫১ জন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। 

এরই ধারাবাহিকতায় আজ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৫১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। 

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবির এধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিহ্নিত মাদক কারবারিসহ ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
বগুড়ায় আওয়ামী লীগ নেতা সাবেরী আলম ছোটন গ্রেফতার
ক্ষমতায় গেলে বন্ধ ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি : নজরুল ইসলাম খান
ঢাকার চারপাশের ৪টি নদী দখলমুক্ত করা হচ্ছে : রিজওয়ানা হাসান
শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান
আরব আমিরাতে সর্বোচ্চ ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ
জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ছাত্রশিবিরের
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
১০