বিআইআইটি’র এজিএম ও ফেলো কনফারেন্স অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৯:০৮

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): চিন্তা ও জ্ঞান সংস্কারের জন্য নিবেদিতপ্রাণ থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী বাংলা একাডেমিতে এই বার্ষিক সাধারণ সভা ও ফেলো কনফারেন্স, ২০২৫ অনুষ্ঠিত হয়।

বিআইআইটি’র প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের সাবেক এমডি ইতিহাসবিদ মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

বিআইআইটি’র মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কনফারেন্স শুরু হয়।

ফেলোদের মধ্যে সম্মাননা প্রাপ্তরা হলেন- সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শাহজাহান খান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান পিএইচডি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন ও প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) মো. ফরিদ উদ্দিন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইয়ুব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসক (জনসংযোগ কর্মকর্তা) ড. আখতার হোসেন মজুমদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয়েই সময়ের চাহিদা অনুযায়ী ব্যক্তিত্ব তৈরি হতে হবে। ইউরো-কেন্দ্রিক জ্ঞান কাঠামোর বাইরে আসতে হবে। ইসলামাইজেশন অব নলেজ এবং ইন্টিগ্রেশন অব নলেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে, নলেজ কন্ট্রিবিউশনকে গুরুত্ব দিতে হবে। চিন্তার মাঝে ভারসাম্য আনার মাধ্যমে কর্মের মাঝে ভারসাম্য আনতে হবে।

এছাড়াও এ কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সিনিয়র সচিব মো. সফি উল্লাহ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক, ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের সাবেক এমডি মো. ফরিদ উদ্দিন আহমেদ, চিন্তক ও গবেষক শাহ্ আবদুল হালিমসহ সারাদেশ থেকে দুই শতাধিক শিক্ষাবিদ, গবেষক ও অন্যান্য পেশাজীবীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল
কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার
ইসরাইলি হামলায় ইয়েমেনে নিহত ৬, আহত ৮৬
এআই তৈরি ছবি দিয়ে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত 
১০