হাজতখানায় হুইল চেয়ার দিলেন সিএমএম মোস্তাফিজুর রহমান

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৪:৩৯
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় অসুস্থ আসামিদের জন্য তিনটি হুইল চেয়ার প্রদান করা হয়। ছবি: বাসস

ঢাকা, ২৮ মে  ২০২৫ (বাসস): অসুস্থ আসামিদের জন্য তিনটি হুইল চেয়ার দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোস্তাফিজুর রহমান।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ হুইল চেয়ারগুলো প্রদান করা হয়।

এই বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখার প্রয়াসে হুইল চেয়ার গুলো প্রদান করা হয়েছে। যা হাজতে আগত অসুস্থ আসামীদের আদালতে উপস্থাপন প্রক্রিয়া সহজীকরণে বিশেষ ভূমিকা পালন করবে।’

ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক যেকোনো সেবা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ঢাকা মহানগরের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, ‘আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে অচল ও অসুস্থ আসামীদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইল ফলক।’

হুইল চেয়ার প্রদানের সময় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ, এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের সকল পুলিশ সদস্য ও বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০