নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:৫৯

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সাফ অনূর্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হেরে আজ নেপালের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পুরো ম্যাচেই বাংলাদেশ দাপট দেখিয়েছে। শুরুতেই আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতিরা গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ১৪ মিনিটে প্রীতির প্লেসিং শট ফিস্ট করে রক্ষা করেন নেপালের গোলরক্ষর লক্ষ্মী ওলি। ৩৫ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও প্রীতির শট লক্ষ্যভ্রষ্ট হয়। 

৪১ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে গোল করেন। চার মিনিট পর মধ্যমাঠ থেকে দারুন এক আক্রমণে প্রীতি নেপালের বক্সের সামনে বল পান। নেপালের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বল ধরতে পারেননি। প্রীতি বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান। 

বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া ছিল। মিডফিল্ডে বাংলাদেশের ভুলে বল পান নেপালের ফরোয়ার্ড সাহারা লিম্বুর। কিন্তু বক্সের ভিতর থেকে তার নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে। বাংলাদেশের ফুটবলারদের অফ সাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষক ইয়ারজানকে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। 

৭৯ মিনিটে প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসে। পাঁচ মিনিট পর থুইনুইয়ের দূরপাল্লার শটও ফিরে আসে পোস্টে লেগে। যোগ করা সময়ে প্রীতির শট পোস্টে লেগে ফিরে আসে। পরের  মিনিটেই বদলি খেলোয়াড় রিয়া দারুন ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ২৭ আগস্ট নেপালের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০