গণকবর শনাক্তকরণ ও শহীদদের স্মৃতি সংরক্ষণে দাবি 

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:৪১

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): গণকবর শনাক্তকরণ এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স এবং জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর সংগঠনের নেতারা। 

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান।

জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন, শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের পিতা মো. আব্দুল মতিন, গণকবরে সমাহিত শহীদ আসাদুল্লাহ’র স্ত্রী ফারজানা আক্তার, শহীদ সোহেল রানার ভাই আলভি নাবিল, জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুরের সমন্বয়কারী মোহাম্মদ রোমেল এবং তরুণ কবি ও গবেষক ইমরান মাহফুজ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শহীদদের গণকবর অরক্ষিত, অশনাক্ত অবস্থায় পড়ে আছে। তারা শহীদদের ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রত্যেকটি গণকবর শনাক্ত, শনাক্ত হওয়ার পর প্রতিটি কবরের উপর শহীদের নাম সংবলিত নামফলক স্থাপন, কবরস্থানের একটি মর্যাদাপূর্ণ নামকরণ, জুলাই ঘোষণাপত্রে গণকবর বিষয়ে স্পষ্ট উল্লেখ করাসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো বাস্তবায়ন না হলে, আগামী ১ জুলাই থেকে মন্ত্রণালয়ের সামনে লাগাতার অনশন কর্মসূচি শুরু করার ঘোষণা দেয়া হয়।

এই ঘোষণার মাধ্যমে বক্তারা জানান, শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হতে দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০