তারুণ্যের সমাবেশে আগতদের জন্য বিনামূল্যে চিকিৎসার আয়োজন ছাত্রদলের

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:২৭
ছবি : বাসস

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস): তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে আগতদের জন্য বিনামূল্যে চিকিৎসার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে এবং বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় জরুরী চিকিৎসা সেবা কেন্দ্রের ব্যবস্থা করা হয়। এ সময়ে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল অনুষ্ঠিত মহাসমাবেশে-ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ থেকে আগত তারুণ্যের জোয়ারে প্লাবিত হয় পল্টন ও আশেপাশের এলাকা।

সকলের স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলো বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ইউনিট।

ইউনিটের পক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ইউনিটের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা এ এস এম রাকিবুল ইসলাম আকাশ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজীম রুবাইয়াত আফিফের নেতৃত্বে পুরোটা সময় জুড়ে প্রায় দুই হাজার লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ইউনিট।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দুই সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুব শেখ,  ডা. এস এম মেহেদী হাসানসহ বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

রাজপথে সক্রিয় এই ইউনিটের নেতাকর্মীরা ভবিষ্যতে দল ও দেশের প্রয়োজনে কাজ করে যেতে সর্বদাই বদ্ধপরিকর বলে নেতৃবৃন্দ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০