বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৬:২১

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ লেবার পাটিকে নিবন্ধন দিয়ে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিবন্ধন দেওয়া প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন। রায় প্রকাশের ৩০ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

রায়ের পর ব্যারিস্টার এ এম মাহবুবব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ২০২২ সালের ১০ অক্টোবর বাংলাদেশ লেবার পার্টি নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবদন করে। ২০২৩ সালের ২৪ জুলাই নির্বাচন কমিশন সেই আবেদন নামঞ্জুর করে। পরে নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৩ সালের ১২ সেপ্টম্বর হাইকোর্টে রিট করেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। ওই রিটের শুনানি নিয়ে ২০২৩ সালের ৫ নভেম্বর রুল জারি করে হাইকোর্ট। ওই রুল যথাযথ করে আজ রায় দিয়েছে হাইকোর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০