সাবেক বন সংরক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৮:৩০

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : ৪ কোটি ২২ লাখ ১৯ হাজার ৮০১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বন সংরক্ষক ও মেঘনা রিয়েল এস্টেট লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার এক ব্রিফিংকালে দুদক জানায়, মোশাররফ হোসেন গত ১৯৮৫ সালের ২৪ এপ্রিল বাংলাদেশ বন বিভাগে সহকারী বন সংরক্ষক পদে যোগদান করেন এবং ২০০৫ সালের ২৮ জুন অবসর গ্রহণ করেন। বনবিভাগের চাকুরী থেকে অবসর গ্রহণের পর মেঘনা রিয়েল এস্টেট লি: প্রতিষ্ঠা করে ব্যবসা পরিচালনা করে আসছেন।

দুদকের অনুসন্ধানে মোশাররফ হোসেনের নামে ১ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ২৫০ টাকা মূল্যের স্থাবর সম্পদ ও ৩ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ১০ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ সর্বমোট ৫ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৬০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। 

আয়কর নথি অনুযায়ী ২০০৭-০৮ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার নামে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৮৪৮ টাকা এবং পারিবারিক ব্যয় পাওয়া গেছে ৯০ লাখ ৯০ হাজার ৩৮৯ টাকা। ব্যয় ব্যতীত তার নামে নীট সঞ্চয় পাওয়া গেছে ৮৮ লাখ ৯৩ হাজার ৪৫৯ টাকা। এক্ষেত্রে মোশাররফ হোসেন ৪ কোটি ২২ লাখ ১৯ হাজার ৮০১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় এবং ১৯৪৭ সালের  দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মোশাররফ হোসেনের বিরুদ্ধে আজ দুদকে একটি মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০