জ্বালানি দক্ষতা উত্তরণে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী জার্মানি

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২০:১৮
ছবি: ঢাকাস্থ জার্মান দূতাবাসের সৌজন্যে

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ বাংলাদেশকে কম কার্বন নিঃসরণ ও জ্বালানি দক্ষতার উত্তরণে সহায়তা দিতে আগ্রহী। বিশেষ করে জার্মানি রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং (আরএসি) খাতে সহায়তা করতে চায়।

তিনি বলেন, জার্মানি বাংলাদেশকে কম কার্বন নিঃসরণ ও জ্বালানি সাশ্রয়ী শীতলীকরণের দিকে উত্তরণে সহায়তা করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সহযোগিতা কীভাবে কার্যকর জলবায়ু কার্যক্রম পরিচালনা করতে পারে, তা তুলে ধরে এ সহায়তা করা হবে।

সম্প্রতি ঢাকায় ‘বাংলাদেশের সবুজ শীতলীকরণ প্রযুক্তির ভবিষ্যত’ শীর্ষক কর্মশালায় রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এ কথা বলেন।

জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড)-এর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জার্মানি ও বাংলাদেশ: গ্রিন কুলিং ইনিশিয়েটিভ (জিসিআই) তৃতীয় প্রকল্পের মাধ্যমে জিআইজেড শীতলীকরণ খাতে টেকসই সমাধানের অগ্রগতির লক্ষ্যে রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাতে জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির প্রচার এবং ক্ষতিকারক কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশকে সহায়তা করেছে।

পরিবেশ পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় প্রকল্পটি প্রযুক্তিগত বাস্তবায়ন সংস্থা জিআইজেড বাস্তবায়ন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিআইজেড-এর ওই প্রকল্প বাস্তবায়নের পর নতুন গ্রিন রুম এয়ার-কন্ডিশনিং (গ্রেস) প্রকল্পের সূচনা হচ্ছে, যা কম কার্বন নিঃসরণ ও জলবায়ু সহনশীল ভবিষ্যতের দিকে আমাদের যৌথ যাত্রার পরবর্তী পদক্ষেপ।

এতে আরো বলা হয়, শহরাঞ্চলে এই খাতে (শীতলীকরণ খাতে) প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ খরচ হয় এবং গ্লোবাল সাউথ-এ ১০ শতাংশেরও বেশি মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০