সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবি’র ‘ছুটিপুর বিওপি’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৫:৫২ আপডেট: : ০১ জুন ২০২৫, ১৬:১৪
সাতক্ষীরায় নবনির্মিত ‘ছুটিপুর বিওপি’র শুভ উদ্বোধন করা হয়। ছবি: বিজিবি

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র দায়িত্বপূর্ণ সীমান্তে বিজিবি’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় বিজিবি’র একটি বিওপি উদ্বোধন করা হয়েছে।

লীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. শাহরিয়ার রাজিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিজিবি’র যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র অধীনস্থ নবনির্মিত ‘ছুটিপুর বিওপি’র শুভ উদ্বোধন ও দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অস্বচ্ছল রোগীদের জন্য বিজিবি কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি’র খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ও নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীবসহ প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রীলঙ্কার কারাবন্দী সাবেক নেতাকে সমর্থন করেছেন সাবেক তিন প্রেসিডেন্ট
নওগাঁয় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মশালা
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
১০