দিনাজপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৮:৩৭
দিনাজপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার। ছবি: বাসস

দিনাজপুর, ৬ জুন, ২০২৫ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদের দিন শনিবার ভোর থেকে পরবর্তী ৭ দিন আগামী ১৪ জন পর্যন্ত কঠোর নজরদারিতে থাকবে এ সীমান্ত এলাকা।

আজ শুক্রবার বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল দৌলা।

তিনি বলেন, চামড়া একটি রপ্তানিযোগ্য পণ্য। বিভিন্ন দেশে চামড়ার চাহিদা রয়েছে। তাই সীমান্ত দিয়ে চোরাকারবারিরা যেন অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে সবধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

দিনাজপুরে বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক জানান, তার অধীন দিনাজপুর বিজিবি সেক্টরের ২১৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তায় জোরদার করা হয়েছে। দিনাজপুর সেক্টরের অধীনে তিনটি ব্যাটালিয়ন দিনাজপুর-৪২ বিজিবি, ফুলবাড়ী- ২৯ বিজিবি এবং জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়কদের পশুর চামড়া পাচার রোধে সীমান্তে টহল জোরদার-সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০