দিনাজপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৮:৩৭
দিনাজপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার। ছবি: বাসস

দিনাজপুর, ৬ জুন, ২০২৫ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদের দিন শনিবার ভোর থেকে পরবর্তী ৭ দিন আগামী ১৪ জন পর্যন্ত কঠোর নজরদারিতে থাকবে এ সীমান্ত এলাকা।

আজ শুক্রবার বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল দৌলা।

তিনি বলেন, চামড়া একটি রপ্তানিযোগ্য পণ্য। বিভিন্ন দেশে চামড়ার চাহিদা রয়েছে। তাই সীমান্ত দিয়ে চোরাকারবারিরা যেন অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে সবধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

দিনাজপুরে বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক জানান, তার অধীন দিনাজপুর বিজিবি সেক্টরের ২১৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তায় জোরদার করা হয়েছে। দিনাজপুর সেক্টরের অধীনে তিনটি ব্যাটালিয়ন দিনাজপুর-৪২ বিজিবি, ফুলবাড়ী- ২৯ বিজিবি এবং জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়কদের পশুর চামড়া পাচার রোধে সীমান্তে টহল জোরদার-সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেমিট্যান্স প্রবাহ: নভেম্বরের প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
বগুড়ায় ট্রাফিক সপ্তাহে র‌্যালি ও লিফলেট বিতরণ
এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি : শিল্প উপদেষ্টা
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণসহ যুবক আটক
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 
৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
১০