দিনাজপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৮:৩৭
দিনাজপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার। ছবি: বাসস

দিনাজপুর, ৬ জুন, ২০২৫ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদের দিন শনিবার ভোর থেকে পরবর্তী ৭ দিন আগামী ১৪ জন পর্যন্ত কঠোর নজরদারিতে থাকবে এ সীমান্ত এলাকা।

আজ শুক্রবার বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল দৌলা।

তিনি বলেন, চামড়া একটি রপ্তানিযোগ্য পণ্য। বিভিন্ন দেশে চামড়ার চাহিদা রয়েছে। তাই সীমান্ত দিয়ে চোরাকারবারিরা যেন অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে সবধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

দিনাজপুরে বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক জানান, তার অধীন দিনাজপুর বিজিবি সেক্টরের ২১৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তায় জোরদার করা হয়েছে। দিনাজপুর সেক্টরের অধীনে তিনটি ব্যাটালিয়ন দিনাজপুর-৪২ বিজিবি, ফুলবাড়ী- ২৯ বিজিবি এবং জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়কদের পশুর চামড়া পাচার রোধে সীমান্তে টহল জোরদার-সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চার্লি কির্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার
মাদারীপুরে এক হাজার গাছের চারা রোপণ
রাকসু নির্বাচনে ৯ প্যানেলের লড়াই
সাতক্ষীরার চুনকুড়ি নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে প্রয়োজন স্থায়ী ব্যবস্থা
মাদারীপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 
মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
১০