দিনাজপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৮:৩৭
দিনাজপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার। ছবি: বাসস

দিনাজপুর, ৬ জুন, ২০২৫ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবি'র টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদের দিন শনিবার ভোর থেকে পরবর্তী ৭ দিন আগামী ১৪ জন পর্যন্ত কঠোর নজরদারিতে থাকবে এ সীমান্ত এলাকা।

আজ শুক্রবার বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল দৌলা।

তিনি বলেন, চামড়া একটি রপ্তানিযোগ্য পণ্য। বিভিন্ন দেশে চামড়ার চাহিদা রয়েছে। তাই সীমান্ত দিয়ে চোরাকারবারিরা যেন অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে সবধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

দিনাজপুরে বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক জানান, তার অধীন দিনাজপুর বিজিবি সেক্টরের ২১৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তায় জোরদার করা হয়েছে। দিনাজপুর সেক্টরের অধীনে তিনটি ব্যাটালিয়ন দিনাজপুর-৪২ বিজিবি, ফুলবাড়ী- ২৯ বিজিবি এবং জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়কদের পশুর চামড়া পাচার রোধে সীমান্তে টহল জোরদার-সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০