আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর সমঝোতার প্রস্তুতি চলছে : ইসলামি আন্দোলন 

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:০২

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থী দলগুলোর একটি সমঝোতার প্রস্তুতি চলছে। 

তিনি বলেন, সমঝোতা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কতিপয় দল নির্বাচনী আশ্বাস দেয়া শুরু করে দিয়েছে। যা অতীতেও দিয়েছিল কিন্তু ফলাফল হয়েছে শূণ্য। তাদের ষড়যন্ত্রে পা না দেয়ার জন্য সতর্ক থাকতে হবে।

আজ শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ ও ১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার এবং দেশবাসীকে নতুন বার্তা দিবেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, আলহাজ আনোয়ার হোসেন, এড. মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, শরীফুল ইসলাম আরিফ, মফতী আব্দুল কুদ্দুস রশিদী, মুফতী আরমান হোসাইন ও আলহাজ গোলাম মোস্তফা।  

এছাড়াও ঢাকা ১৫ ও ঢাকা ১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাই অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা উত্তরের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম এবং সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। প্রার্থী বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী ওয়ালী উল্লাহ, ডাঃ মুজিবুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, মুফতী হাবিবুল্লাহ ও মুহাম্মাদ নাজমুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
১০