ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ঘোষণা

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৬:১৯ আপডেট: : ২১ জুন ২০২৫, ১৬:৪৮
ছাত্রশিবিরের উদ্যোগে ৩৬ জুলাই (৫ আগস্ট) পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। ছবি: বাসস

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের তরুণ সমাজের মধ্যে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দ্বীনী দায়িত্ববোধ জাগিয়ে তুলতে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে।

কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের তত্ত্বাবধানে ৩৬ জুলাই (৫ আগস্ট) পর্যন্ত দেশব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এতে অঞ্চলভিত্তিক আন্ত:শাখা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অঞ্চলে চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাবে। ৫ আগস্টের মধ্যে জাতীয় পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলা সম্পন্ন হবে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হলো - জুলাই শহীদদের স্মৃতি ধারণ ও জুলাইয়ের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে জাগ্রত রাখা। তাদের আত্মত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি আদর্শবান সমাজ গঠনে ভূমিকা রাখাই ছাত্রশিবিরের মূল লক্ষ্য।

ছাত্রশিবির মনে করে, এমন ক্রীড়া আয়োজন তরুণ সমাজের শারীরিক উৎকর্ষ, মননশীলতা ও ইসলামী মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
১০