দূষিত প্লাস্টিকের ব্যবহার বন্ধ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতার বিকল্প নেই : সেমিনারে বক্তারা

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৯:২৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ জুন, (বাসস) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, দূষিত প্লাস্টিকের ব্যবহার বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা ও ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতার বিকল্প নেই। পরিবেশ ও মানবদেহের জন্য হুমকিস্বরূপ এই তিনটি বিষয়ে যথাযথ আইনের প্রয়োগ না থাকায় জনসচেতনতা সৃষ্টি হচ্ছে না । 

তারা বলেন, দেশে মাইক্রোপ্লাস্টিকের প্রসার সীমিত করতে হলে ব্যক্তিগত পর্যায় থেকে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে এবং পলিথিন বর্জ্য সঠিকভাবে সংগ্রহ করা সম্ভব হলে তা রিসাইকেল করে পরিবেশ দুষণ কমানো সম্ভব।

আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউর শফিকুল কবির মিলনায়তন হলে, ‘প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ, বর্জ্যব্যবস্থাপনা ও ভূমিকম্প সুরক্ষা প্রস্তুতি’ বিষয়ক এক সেমিনারে তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, প্লাস্টিক পরিবেশের উপর সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। এরসাথে জিডিপির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। পাশাপাশি বর্জ্যরে সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিতের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এছাড়াও বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। যদি ৭.৫ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়,তবে ঢাকা শহরের ৫১ শতাংশ ভবন ধসে পড়ার আশংকা রয়েছে।

সেমিনারের সভাপতিত্ব করেন বাপা‘র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। সংগঠনের নির্বাহী সদস্য ও কোষাধ্যক্ষ জাকির হোসেনের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির।

অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাবেক অধ্যাপক জ্বালানী বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, বাপা’র সহ-সভাপতি অধ্যাপক ড. এম. শহীদুল, ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আইন বিষয়ক সমন্বয়কারী এ্যাডভোকেট. হাসানুল বান্না।

সেমিনারে উপস্থিত ছিলেন বাপা’র যুগ্ম সম্পাদক, আমিনুর রসুল, হুমায়ুন কবির সুমন, ফরিদুলে ইসলাম ফরিদ, ড. হালিমদাদ খান, জাতীয় পরিষদ সদস্য হাজী শেখ আনছার আলী, আরিফুর রহমান, শাকিল কবির, তরিকুল ইসলাম রাতুলসহ আয়োজক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গ্রীন ভয়েস বিভিন্ন শাখার প্রতিনিধিগণ। 

অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, আমাদের অভ্যাসের পরিবর্তন জরুরি। দেশে পরিবেশ আইন আছে। কিন্তু এটা মানার প্রবনতা লক্ষণীয় নয়। দেশের বাজারগুলো পলিথিন ও প্লাস্টিক পণ্যে সয়লাব হয়ে গেছে। এর ফলে মাছের পেটে, মানুষের শরীরে ও মায়ের বুকের দুধে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। এ থেকে বের হয়ে আসতে হলে সর্বস্তরে সচেতনতা প্রয়োজন। এর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
১০