ওয়ারী বিভাগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০২৫ শুরু

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:৫২

ঢাকা, ২২ জুন, ২০২৫( বাসস): মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে শুরু হয়েছে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে- নিরাপদ ও সুরক্ষিত সমাজ গঠনের জন্য নাগরিকদের তথ্যের একটি নির্ভরযোগ্য এবং আধুনিক ডাটাবেস তৈরি করা।

ডিএমপির ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, ‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত এই বিশেষ সপ্তাহ পালিত হচ্ছে। এই সময়ে নতুন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে।

এছাড়াও, যারা পূর্বে তথ্য প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে বাসা পরিবর্তন করেছেন, তাদের তথ্য হালনাগাদ করা হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে নাগরিকদের পরিবারের সদস্য, যেমন স্ত্রী, সন্তান, গৃহকর্মী এবং ড্রাইভারদের তথ্যও সংগ্রহ করা হবে। এই তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভুল, নির্ভরযোগ্য এবং পরিপূর্ণ ডাটাবেস তৈরি করা হবে, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ সফল করতে ওয়ারী বিভাগের পক্ষ থেকে সকল নাগরিককে তথ্য প্রদানে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
১০