বাগেরহাটে অস্ত্র ও গুলিসহ ১১ জন গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৫:২৬

‎বাগেরহাট, ২৭ জুন, ২০২৫ (বাসস): জেলায় মোল্লাহাট জোনের যৌথ অভিযানে মাইক্রোবাস তল্লাশি করে ৪টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড  গুলি, ১টি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও ১টি দা  সহ মাইক্রোবাসের ১১ জন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা টু খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানা থেকে  আসা একটি মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।

‎আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাইডাংগা গ্রামের কাউসার আলী (৪৩), হরিনাকুন্ডু থানার বাসুদেবপুর গ্রামের মো. মেহেদী হাসান (২৩), মহেশপুর থানার কানাইডাংগা গ্রামের আতাউর রহমান (৩০), হরিনাকুন্ডু থানার সাবেক বিন্দু গ্রামের মো. খোকন বিশ্বাস, (৪৫), হরিনাকুন্ডু থানার সড়াবাড়ি গ্রামের খোকন মিয়া (৩৫), মহেশপুর থানার ধান্য হরিয়া গ্রামের আবুল হোসেন (৪৩), মহেশপুর থানার ধান্য হরিয়া গ্রামের মো. ইমদাদুল হক (৩১), মহেশপুর থানার গায়েশপুর  গ্রামের জনি মিয়া(২৭) হরিনাকুন্ডু থানার সাবেক বিন্দু গ্রামের সেলিম শাহ(৩৪), মহেশপুর থানার ধান্যহাড়িয়া গ্রামের মাসুম পারভেজ (২২), ঝিনাইদহ সদর থানার হামদো মোড় গ্রামের প্রসেনজিৎ চন্দ্র (৩৪)।

আসামিরা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা নিয়ে বিদেশি অস্ত্রশস্ত্রসহ মাইক্রোবাসযোগে ঝিনাইদহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিল বলে বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ বাসসকে জানান। তিনি বলেন, অভিযানের সময় আমি নিজেই ঘটনাস্থলে ছিলাম। প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজামুখী তিউনিসিয়ার ত্রাণ নৌবহরের যাত্রা স্থগিত
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে মাঝারি-ভারী বর্ষণ
পাবনায় দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বরিশালে বিএনপি নেতা আফসার হোসেন আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল
রাজশাহীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাটে সাহিত্য সভা
চট্টগ্রামে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ
যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে ৪শ’ জনের বেশি গ্রেফতার 
বদরুদ্দীন উমর আর নেই
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
১০