জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পুণ্যানুষ্ঠান    

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২০:৩১
ছবি : বৌদ্ধ বিহারের ফেসবুক

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : দেশের গৌরবময় ইতিহাসে আলোচিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ শহীদদের স্মরণে আজ রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণে এক বিশেষ ধর্মীয় পুণ্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদানসহ নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে শহীদদের আত্মার শান্তি, মুক্তি এবং জগতের সকল জীবের মঙ্গল কামনা করা হয়। 

পুণ্যানুষ্ঠানের মধ্য দিয়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। 

ধর্মীয় পূণ্যানুষ্ঠানে ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের মানুষের আত্মপরিচয়, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক। এ শহীদদের আত্মত্যাগ জাতিকে চিরদিন প্রেরণা জোগাবে। 

তিনি বলেন, এটি ছিল এক প্রকার নতুন বাংলাদেশের স্বপ্ন বোনার চেষ্টা-যেখানে ন্যায়বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য ও সাংস্কৃতিক বিজয়ের প্রতি মানুষের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পায়। 

উপদেষ্টা আরো বলেন, এ গণ-অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয় বরং জনগণের আত্মপরিচয় পুনঃনির্মাণের সাংস্কৃতিক প্রয়াস হিসেবেও বিবেচিত। এ অভ্যুত্থান ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদী সমাজ গঠনের আন্দোলনে নতুন গতি এনেছে, বিশেষত পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণকে সামনে এনে দিয়েছে । 

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব কংকন চাকমা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, বৌদ্ধ ধর্মগুরু বান্তে, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রজনতা ও ধর্মরাজিক ছাত্ররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্র
রাজধানীর মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুতে মামলা, কেয়ারটেকার গ্রেফতার
জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি : তারেক রহমান
ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বৈঠক
সাংবাদিক এহসান মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
ঢাবির ৫৮৩ জন ছাত্রীর আপৎকালীন আর্থিক সহায়তা শুরু
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে কাল মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করলেন আদালত
১০