ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর মগবাজার এলাকার আবাসিক হোটেলে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় কেয়ারটেকার রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর নিহতের বাসার কেয়ারটেকার রফিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশার (ডিসি) মাসুদ আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের ভাই ইতালি প্রবাসী এই ঘটনায় মামলা করেছেন। যে হোটেল থেকে খাবার এনে নিহতদের খাওয়ানো হয়েছিল সেই হোটেলের সকল কর্মচারী,বাবুর্চিসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ছেলের চিকিৎসার জন্য প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার ছেলে নাঈমকে নিয়ে ঢাকায় আসেন এবং মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন। শনিবার তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু পরদিন সকালে তারা তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।