টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ, আটক ৩

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:৪৮

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজা জব্দ করেছে। এ সময় দুই নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযানটি পরিচালনা করা হয়।

বুধবার বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে গোপন সূত্রে জানতে পারে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। এমন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

ওই ঘটনায় মিনারা বেগম (৩৫) ও মো. কেফায়েত উল্লাহ (১৯) নামে দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, একই দিন খুরেরমুখ এলাকায় জমিলা বেগম নামে এক নারীর বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদের খবর পেয়ে অভিযান চালায় বিজিবির একটি দল। 

তল্লাশির সময় তার বাড়ির মুরগির খামারে লুকিয়ে রাখা ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। সেসময় জমিলা বেগমকে আটক করা হয়। তাকেও মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০