চট্টগ্রামের কাস্টমস কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৩:৩৭
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তাকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এনবিআরের নির্দেশনা অনুযায়ী ২১ ও ২৮ জুন (শনিবার) এবং সংশ্লিষ্ট সপ্তাহান্তে কাস্টমস, ভ্যাট, আয়কর ও অন্যান্য দপ্তর খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মো. জাকির হোসেন উক্ত নির্দেশনা অমান্য করে ২৮ ও ২৯ জুন (শনিবার ও রবিবার) চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করেন, যার ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়।

এই কারণে তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করে জাতীয় রাজস্ব বোর্ডে ওএসডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০