শ্রম বিষয়ক হেল্পলাইনের ১৬৩৫৭ আপগ্রেডেড ভার্সন উদ্বোধন

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:২৫

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) শ্রম বিষয়ক হেল্পলাইনের ১৬৩৫৭ আপগ্রেডেড ভার্সন আজ উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর শ্রম ভবনে আজ এ সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

শ্রম সচিব বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় এ আপগ্রেডেড হেল্পলাইন একটি যুগান্তকারী পদক্ষেপ।

এর আওতায় গত ২০২৪-২৫ অর্থবছরে এই হেল্পলাইনের মাধ্যমে ৬ হাজার ১৯৬টি অভিযোগ প্রাপ্তির মধ্যে ৪ হাজার ৮৩৮টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে।

শ্রম বিষয়ক হেল্পলাইন ১৬৩৫৭-এর আপগ্রেডেড ভার্সন চালুর মাধ্যমে দ্রুততম সময়ে আরো অধিক সংখ্যক সেবা প্রদান করা সম্ভব হবে।

শ্রম সচিব বলেন টোল-ফ্রি নম্বর ১৬৩৫৭ সার্বক্ষণিক বিনামূল্যে সেবা প্রদান করে। এ সেবার মাধ্যমে শ্রমিকদের বেতন/মজুরি সংক্রান্ত, প্রসূতি কল্যাণ সুবিধা, অন্যায়ভাবে বরখাস্ত, কর্মসংক্রান্ত সুবিধা কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত, শ্রমিক-মালিক বিরোধ, কর্মঘণ্টা ও ছুটির বিষয়, শিশুশ্রম প্রতিরোধ, শ্রম সংক্রান্ত যে কোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।

ডাইফের মহাপরিদর্শক ওমর মো.  ইমরুল মহসিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০