ফুটস্টেপসের উদ্যোগে রাজধানীর কেন্দ্রস্থলে মৃত খাল পুনরুজ্জীবিত

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:১০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : ফুটস্টেপস বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘চলো খাল বাঁচাই’ ক্যাম্পেইনের আওতায় রাজধানীর আদাবরের রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এতে আরও জানানো হয়েছে, এই কার্যক্রমে ১৫০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ১৮০ জন স্বেচ্ছাসেবককে অংশ গ্রহণ করে প্রায় দুই কিলোমিটার দূষিত খাল পরিষ্কার করে। 

স্থানীয় প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি অংশীদারদের সহযোগিতায় এই উদ্যোগ ঢাকার অবহেলিত এলাকায় পরিবেশগত সচেতনতা এবং টেকসই ব্যবস্থাপনার পথে অগ্রগতি ঘটিয়েছে।

দীর্ঘদিন ধরে আবর্জনা ও বিষাক্ত পঁচা দূষণে বন্ধ হয়ে যাওয়া রামচন্দ্রপুর খাল তার মূল নিষ্কাশন কার্যকারিতা হারিয়ে ফেলেছিল।

খালটি পরিষ্কার করায় পানির প্রবাহ ও পরিবেশগত অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

ফুটস্টেপস বাংলাদেশ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় নেতাদের সঙ্গে কাজ করে বর্জ্য ব্যবস্থাপনার কাঠামো উন্নয়নে একত্রে কাজ করেছে।

‘চলো খাল বাঁচাই’ ফুটস্টেপস বাংলাদেশের একটি পরিবেশবাদী উদ্যোগ। যার লক্ষ্য ঢাকা শহরের মৃত বা দূষিত খাল পুনরুদ্ধার করা। এটি সরাসরি অ্যাকশন, সম্প্রদায় সম্পৃক্ততা এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে জল ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০