সিইসির সঙ্গে নাগরিক ঐক্য প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৫১

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে নাগরিক ঐক্যের একটি প্রতিনিধি দল আজ বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে এই সাক্ষাতে যান।

সিইসির সাথে সাক্ষাৎ শেষে দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, ‘আমাদের দলীয় প্রতীক পরিবর্তনের জন্য আমাদের আবেদন ছিল, সেটা নিয়ে কথা বলেছি। গত ১৭ জুন নাগরিক ঐক্যের দলীয় প্রতীক কেটলি পরিবর্তন করে পছন্দের ক্রমানুসারে শাপলা ও দোয়েল দিয়েছিলাম। এখনও নতুন দলের নিবন্ধন চূড়ান্ত হয়নি। নতুন প্রতীক বিধিমালায় যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে। কমিশনের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, এখন পর্যন্ত কে নিবন্ধন পাবে, কে নিবন্ধন পাবে না-সেটা নির্ধারিত হয়নি।’

তিনি বলেন, ‘নতুন প্রতীক শাপলা গেজেটভুক্ত হলে, আমরা আগে আবেদন করেছি বলে সেক্ষেত্রে আমাদের আবেদন যেন অগ্রাধিকার পায় সে দাবি জানিয়েছি। আশা করছি আমরা অবশ্যই বঞ্চিত হবো না। 

সাকিব আনোয়ার বলেন, ‘ইতঃপূর্বে আমরা দল হিসেবে যখন নিবন্ধন পাই, তখন আমরা পছন্দ অনুযায়ী প্রতীক পাইনি। এ বিবেচনায় আমরা গত ১৭ জুন প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করেছি। পছন্দের ক্রম দিয়েছি শাপলা ও দোয়েল। পরবর্তী সময়ে একই প্রতীকের জন্য আরেকটি দল আবেদন করেছে। এখন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।  

সিইসির সঙ্গে নাগরিক ঐক্যের প্রতিনিধি দলের বৈঠকের সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০